Saturday, June 7, 2014

সংগ্রহীত ফেসবুকীয় অমৃত বচন



  • কিছু কিছু মানুষ অনেক সূক্ষ ভাবে বাঁশ দিতে পারে। 
- বচনে 
হাসান সাঈদ মুন্না
  • নিজের ইচ্ছার দাস আমি, এতে অন্যের কারো চুলকানি থাকলে মুড়ি খাওয়াই শ্রেয়।
  • মেয়েরা ফেসবুকে আসে শুধু প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য!
    -(পরীক্ষিত এবং প্রমানিত!)
- বচনে নিলয় ষুভ অআইঈউঊঋএঐওঔ
  • যদি কোন মেয়েকে বিপদে হেল্প
    করেন্, সে সবসময় আপনার
    কথা মনে রাখবে।
    .
    .
    .
    .
    .
    .
    .
    শুধু
    তখন যখন সে আবার
    কোনো বিপদে পড়বে।
- বচনে Jihan Ahmed
  • উপকারির উপকার স্বীকার করা ও সম্ভব, সামর্থ্য এবং সুযোগ থাকলে উপকারির বিপদে সাহায্য করুন, কিন্তু করুনা নয়।
- বচনে Omar FaRuk
  • কোথাও কোন খালি জায়গা নেই!
    পৃথিবী দখল হয়ে গেছে!
  • পৃথবীর জন্য ভেবেছি,পৃথিবী এখন আমার জন্য ভাববে....
    যেমন টি আপনি আমার জন্য ভাবেন,আর আমি আপনার জন্য ভাবি....
- বচনে Zamil Hossain Sezan
  • কোথায় রয়েছো তুমি
    কাছে না দূরে?
    আছি হাত বাড়িয়ে তোমার আশায়, করোনা আমায় অসহায়..........
- বচনে Sabbir Alam
  • ফেসবুকে যে মানুষ কি দেখে কি বুঝে আর কি বুঝাইতে চায় তা বুঝা অনেক কঠিন 

- বচনে Rakibul Habib
  • তোমার অনিশ্চয়তাই ভালোবাসা আরো বেশি বাড়িয়ে দেয় যেন…৷
- বচনে Jahi Issam
  • পুরান ঢাকায় গেলে নাকি নতুন ঢাকার লোকদের ভুল পথ দেখায়। এই জন্য কোন ঠিকানা কনফার্ম হতে দুইজনের কাছে জিজ্ঞেস করতে হয়। যখন, দুইজনই ভুল তথ্য দেয়, তখন তৃতীয় একজনের কাছে জিজ্ঞেস করতে হয়। আর ভালোভাবে কনফার্ম হতে ৪র্থ কাউকে জিজ্ঞেস করে মেজোরিটি ভোটে বিশ্বাস রেখে আগাতে হয়।
- বচনে Asif Anwar Pathik
  • ভণ্ডরা দেশকে মা বলে আখ্যায়িত করে দেশপ্রেমকে নিজস্ব কপটতায় প্রকাশ করে!
    মা নয়,দেশ দেশই।
  • সদ্য কথা বলতে শেখা শিশু আর সদ্য প্রেমে পড়া কিশোরের গল্প শেষ হয় না।

No comments:

Post a Comment