Tuesday, June 24, 2014

কুমিল্লা জেলার ওয়েব পোর্টাল, আইসিটি এবং ই-সেবা এবং ই-গভর্নেন্স

কুমিল্লা জেলার ওয়েব পোর্টালের কাজ বা এই ওয়েব পোর্টাল সাধারণ জনগনের কি কাজে লাগবে?
কুমিল্লা জেলার ওয়েব পোর্টালঃ http://www.comilla.gov.bd/ 

কুমিল্লা জেলার এই ওয়েব পোর্টালটি কুমিল্লাকে এক ধাপ সামনে নিয়ে গেলো ই-সেবা এবং ই-গভর্নেন্স প্রতিষ্ঠায়। কুমিল্লা বাংলাদেশের একটি সমৃদ্ধ এবং প্রাচীন শহর হওয়া সত্ত্বেও তথ্য ও প্রযুক্তিগত (আইসিটি) দিক থেকে কুমিল্লা অনেক পিছিয়ে আছে। এখন এই ওয়েব পোর্টালের হাত ধরে কুমিল্লা এগিয়ে যাবে সামনে দিকে এবং কুমিল্লা হবে বাংলাদেশের একটি মডেল তথ্য প্রযুক্তি শহর। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটা খুবই সম্ভব।

কুমিল্লা জেলার ওয়েব পোর্টাল, আইসিটি এবং ই-সেবা এবং ই-গভর্নেন্স
ছবিটি নেয়ে হয়েছেঃ comilla.gov.bd
তাহলে চলুন যেনে নেই, কুমিল্লা জেলার এই ওয়েব পোর্টালের মাধ্যমে কুমিল্লা জেলা প্রশাসন সাধারণ জনগনকে কি ধরণের ই-সেবা দিয়ে থাকে।
  • দাপ্তরিক আবেদন, 
  • নকলের জন্য আবেদন 
  • আপনার আবেদন 
  • আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
  • অনলাইনে জন্ম নিবন্ধন 
  • অনলাইনে মৃত্যু নিবন্ধন করা যাবে সহজে।
  • জেলা ই- ডিরেক্টরী
  • সরকারি ফরম ডাউনলোড
  • কৃষি তথ্য সার্ভিস
  • ই তথ্য কোষ
  • ই বুক 
এছারাও এমন আরও অনেক সেবা যা সাধারণ জনগনকে ঘণ্টার পড় ঘণ্টা বসে থেকে বা অপেক্ষা করে নিতে হতো এখন তা এই ওয়েব পোর্টালের মাধ্যমে সহজেই পেয়ে যাবে।
আপনি এই ওয়েব পোর্টালে পাবেন কুমিল্লা জেলা প্রশাসনের সকল কার্যক্রমের তথ্য, কুমিল্লার স্থানীয় সরকার যেমন  সিটি কর্পোরেশন,  সিটি কর্পোরেশন কার্যক্রম, জেলা পরিষদ এবং জেলা পরিষদের সংগঠনগুলার তথ্য।

এছাড়াও এই ওয়েব পোর্টালে আছে কুমিল্লা জেলার ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের কথা, যা নিসন্দেহে একটু দারুণ উদ্যোগ। এছাড়াও পাওয়া যাবে কুমিল্লার প্রতিটা সরকারী কার্যালয়ের ঠিকানা এবং সকল ওইসব কার্যালয়ে কি ধরণের এবং কিভাবে সেবা পাবেন তার বর্ণনা।

এছাড়াও রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সংগঠন, বেসরকারি প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য।

সব মিলিয়ে বলা যেতে পারে, কুমিল্লা জেলার এই সরকারী ওয়েব পোর্টালটি ডিজিটাল বাংলাদেশ, তথ্য ও প্রযুক্তি (আইসিটি) এবং ই গভর্নেন্সের একটি চমৎকার উদাহরন।
কৌশিক চন্দ - ব্লগার কৌশিক। ২৪ জুন, ২০১৪।

No comments:

Post a Comment